চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েও সন্তুষ্ট নন গার্দিওলা

উন্নতির আরও জায়গা দেখছেন এই স্প্যানিশ তারকা কোচ।
ছবি: এএফপি

ম্যাচের ৪৪তম মিনিটে স্কোরলাইন দাঁড়াল ৪-০। বিশাল এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল ম্যানচেস্টার সিটি। তাতে রেকর্ড বই ওলট-পালট হয়ে তৈরি হলো নতুন এক ইতিহাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথমবারের মতো কোনো দল প্রতিপক্ষের মাঠে চার গোলের লিড নিয়ে শেষ করল প্রথমার্ধ। কিন্তু স্পোর্টিং লিসবনকে বিধ্বস্ত করার পরও পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না সিটির কোচ পেপ গার্দিওলা।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে গোল উৎসব করেছে সিটি। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের মাঠে নজরকাড়া পারফরম্যান্সে তারা জিতেছে ৫-০ গোলে। বিরাট এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা একরকম নিশ্চিত করে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা।

নিজেদের ভেন্যুতে ম্যাচের শুরুর দিকে স্পোর্টিং ছিল প্রাণবন্ত। তবে স্বাগতিক সমর্থকদের উন্মাদনার প্রদীপ নিভে যেতে সময় লাগেনি। সিটির আক্রমণের তোড়ে রীতিমতো ভেসে যায় স্পোর্টিং। অনেক সুযোগ তৈরির পাশাপাশি রক্ষণও নিরেট রাখে সফরকারীরা। পুরো ৯০ মিনিটে একটিও শটও সেভ করতে হয়নি গোলরক্ষক এদারসনকে।

গার্দিওলার দৃষ্টিতে অবশ্য তার শিষ্যদের পারফরম্যান্স একেবারে নিখুঁত মনে হয়নি। ম্যাচের পর ব্রিটিশ গণমাধ্যম বিটি স্পোর্টসকে তিনি বলেছেন, 'কয়েক জন খেলোয়াড় প্রত্যাশা অনুসারে পারফর্ম করতে পারেনি এবং আমরা কিছু কিছু বল অল্পতেই হারিয়েছি। তবে আমরা খুবই কার্যকর ফুটবল খেলেছি।'

উন্নতির আরও জায়গা দেখছেন এই স্প্যানিশ তারকা কোচ, 'স্পোর্টিং কতটা ভালো খেলে তা আমরা প্রথম পাঁচ-ছয় মিনিটে দেখেছি। কোয়ার্টার ফাইনালে যেতে আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে এবং সেটার আগে আপনি এমন একটা ফলই চাইবেন। কিন্তু খেলোয়াড়দের যারা আমাকে চেনে এবং আমার সঙ্গে কাজ করে, তারা জানে যে আমরা আরও ভালো করতে পারি।'

ম্যাচের ফল নিয়ে খুশি গার্দিওলা তাকে ভুল না বোঝার আহ্বানও করেছেন, 'আমি সত্যিই খুব খুশি। তবে দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমরা আরও ভালো করতে পারি।'

সপ্তম মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যাওয়া সিটি ১৭তম ব্যবধান বাড়ায় বার্নার্দো সিলভার লক্ষ্যভেদে। ৩২তম মিনিটে ফিল ফোডেন জাল খুঁজে নেওয়ার পর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের দ্বিতীয় গোলটি করেন বার্নার্দো। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে রহিম স্টার্লিং নিশানা ভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় সিটিজেনদের।

Comments

The Daily Star  | English
Arrival of hijacked Bangladeshi ship MV Abdullah in Bangladesh

'Can't wait to be home'

Says crewmember of MV Abdullah; vessel likely to reach Kutubdia tomorrow night

2h ago