ক্রিকেট

১০ নম্বর জার্সি: শাহিনকে যোগ্য উত্তরসূরি বললেন আফ্রিদি

এতদিন পাকিস্তানের হয়ে ৪০ নম্বর জার্সিতে খেলেছেন শাহিন শাহ আফ্রিদি।
ছবি: সংগৃহীত

এতদিন পাকিস্তানের হয়ে ৪০ নম্বর জার্সিতে খেলেছেন শাহিন শাহ আফ্রিদি। তবে এখন থেকে তার পিঠে দেখা মিলবে নতুন নম্বরের। তাকে দেওয়া হয়েছে ১০ নম্বর জার্সি, যা একসময় শোভা পেত দেশটির সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদির গায়ে।

আগামীকাল মাঠে গড়াচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এই ম্যাচ দিয়ে ১০ নম্বর জার্সিতে যাত্রা শুরু হবে ২১ বছর বয়সী বাঁহাতি পেসার শাহিনের।

উচ্ছ্বসিত শাহিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, এই জার্সি নম্বরের মাহাত্ম্য তার কাছে অনেক উঁচুতে, 'এটা কেবল একটি জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এটা সততা, অখণ্ডতা ও পাকিস্তানের প্রতি অপরিসীম ভালোবাসার প্রতিনিধিত্ব করে। আমি সম্মানিত কারণ এখন থেকে শহিদ আফ্রিদির পরা ১০ নম্বর জার্সিতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব।'

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার আফ্রিদি রি-টুইট করে শুভকামনা জানান উত্তরসূরিকে, 'আমি এই জার্সিটি অত্যন্ত গর্ব ও সম্মানের সঙ্গে পরতাম। আমি খুবই আনন্দিত যে, ১০ নম্বর জার্সিটি এখন থেকে পরবে শাহিন, যে একজন যোগ্য উত্তরসূরি। শাহিন, তোমার জন্য শুভকামনা, উপরে উঠতে থাকো এবং সর্বোচ্চ গর্বের সঙ্গে পাকিস্তানের জার্সি গায়ে দিতে থাকো।'

২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় শাহিনের। আন্তর্জাতিক মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ রাখায় অল্প সময়েই তারকাখ্যাতি মিলেছে তার। এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে ৭৭ ম্যাচ খেলেছেন তিনি। ২৫.৪৭ গড়ে তার নামের পাশে রয়েছে ১৬১ উইকেট।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

23m ago