বিশ্বকাপে ধোনির মেধা কাজে লাগবে বুমরাহদের, বললেন শেবাগ

ধোনির মতো তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন একজনকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে পেয়ে যারপরনাই খুশি বিরেন্দর শেবাগ।
ছবি: এএফপি

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফিল্ডিং সাজানোর দক্ষতা ছিল অসাধারণ। কোন বোলারের বিপক্ষে কোন ব্যাটসম্যান খেলছেন, ম্যাচের পরিস্থিতি কেমন, বোলারের পরিকল্পনা কী সবকিছু বিচার করে তিনি মাঠে ফিল্ডারদের স্থাপন করতেন সূক্ষ্মতার সঙ্গে। এমন তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন একজনকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে পেয়ে যারপরনাই খুশি বিরেন্দর শেবাগ। তার মতে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনির মেধাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবেন জাসপ্রিত বুমরাহ-রবিচন্দ্রন অশ্বিনরা।

গত ৮ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেদিনই সংস্থাটির সচিব জয় শাহ নিশ্চিত করেন ধোনির মেন্টরের দায়িত্বে থাকার বিষয়টি।

শনিবার ভারতের সাবেক ওপেনার শেবাগ দেশটির বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে মেন্টর হিসেবে পাওয়াটা দুর্দান্ত ব্যাপার হবে, 'আমি খুবই খুশি যে, এমএস টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মেন্টরের দায়িত্ব গ্রহণ করার প্রস্তাবে সম্মত হয়েছে। আমি জানি, অনেক লোকই চায় এমএস ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসুক এবং তাকে মেন্টরের হিসেবে পাওয়ার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।'

ধোনির ফিল্ডিং সাজানোর বুদ্ধি ভারতের বোলারদের জন্য ভীষণ উপকারী হবে বলে মনে করছেন তিনি, 'উইকেটরক্ষক হিসেবে ফিল্ডিং সাজানোর দক্ষতায় এমএসের জ্ঞান ছিল অসাধারণ এবং সেটা এবারের বিশ্বকাপে বোলিং ইউনিটকে সাহায্য করবে। বোলাররা তার মেধাকে কাজে লাগাতে পারবে এবং কোনো ব্যাটসম্যানের বিপক্ষে পরিকল্পনা করতে দরকারি পরামর্শ নিতে পারবে।'

শেবাগের মতে, ধোনিকে ড্রেসিং রুমে পাওয়ায় অন্তর্মুখী ক্রিকেটাররাও তাদের অন্তরের ভাবনা খোলাখুলিভাবে প্রকাশে আগ্রহী হয়ে উঠবেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই এমন কিছু খেলোয়াড় থাকে যারা লাজুক এবং তাদের অধিনায়কের কাছে গিয়ে ক্রিকেটীয় আলাপ করতে সঙ্কোচবোধ করে। এমএস সবসময়ই এমন ধরনের ব্যক্তি যার কাছে সহজেই যাওয়া যায় এবং যে তরুণ সমস্যা সমাধানের জন্য সবচেয়ে উপযুক্ত।'

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডের 'বি' গ্রুপে পড়েছে শিরোপাপ্রত্যাশী ভারত। আগামী ২৪ অক্টোবর দুবাইতে বিরাট কোহলির দলের প্রথম প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago