আবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ।
shamim patwary
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও টসের ফল হলো একই। জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। আন্তর্জাতিক অভিষেকের স্বাদ নিতে যাচ্ছেন তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে জায়গা পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। আগের ম্যাচে ৮ উইকেটের অনায়াস জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে বাঁ পায়ের ঊরুর চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ওপেনার লিটন দাস। তার বদলে নেওয়া হয়েছে ২০ বছর বয়সী শামীমকে। লিটনের পরিবর্তে আগের ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে নেমে সীমানার কাছে রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন তিনি।

হালকা চোটের কারণে নেই বাঁহাতি পেসার মোস্তাফিজও। তিনি গোড়ালিতে অস্বস্তি অনুভব করছেন। তাকে বিশ্রাম দেওয়ায় একাদশে ফিরেছেন দুই দলের টেস্ট ও ওয়ানডে সিরিজে আলো ছড়ানো তাসকিন।

স্বাগতিক জিম্বাবুয়েও দুইটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে। টারিসাই মুসাকান্দা ও রিচার্ড এনগারাভা বাদ পড়েছেন। একাদশে জায়গা পেয়েছেন মিল্টন শুম্বা ও টেন্ডাই চাতারা।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গুই, ব্লেসিং মুজারাবানি, মিল্টন শুম্বা, টেন্ডাই চাতারা।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

4h ago