বন্দর
মোংলা বন্দর

ডুবে যাওয়া জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মোংলা বন্দর চ্যানেলের ১৫ নং বয়া এলাকায় ফার্নেস তেল বহনকারী ‘এমটি মোনোয়ারা’ তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মোংলা বন্দর চ্যানেলের ১৫ নং বয়া এলাকায় ফার্নেস তেল বহনকারী 'এমটি মোনোয়ারা' তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকালে তেল ট্যাংকারটির সঙ্গে ডুবে যাওয়া একটি জাহাজের ধাক্কা লাগে। এসময় তেল ট্যাংকারের পানির ট্যাঙ্ক ফেটে যায়। তবে, ট্যাংকারে থাকা তেল এখনো নিরাপদ আছে বলে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে কোস্ট গার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের উদ্ধার করেছে। মংলা বন্দর কর্তৃপক্ষের অয়েল স্পিল রেসপন্স ভেসেলও ঘটনাস্থলের দিকে যাত্রা শুরু হয়েছে।

ক্ষতিগ্রস্ত তেল ট্যাংকারে ১ হাজার ৫০০ মেট্রিক টন ফার্নেস অয়েল ছিল। চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাই লিমিটেডের মালিকানাধীন জাহাজটি খুলনার দৌলতপুর যমুনা অয়েল ডিপোতে তেল নিয়ে যাচ্ছিল। শুক্রবার সকাল ১০টায় জাহাজটি চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা হয়।

জাহাজের মালিক আবুল কালাম বলেন, 'আমরা জাহাজটি খুলনায় পাঠিয়েছিলাম। কিন্তু, ডুবে যাওয়া জাহাজের কোনো চিহ্ন না থাকায় দুর্ঘটনার মুখে পড়ে। ডুবে যাওয়া জাহাজের কারণে আমাদের জাহাজের পানির ট্যাংকারটি ফেটে গেছে। তবে, তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা একটি খালি জাহাজে কিছু তেল সরিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটি নিরাপদে অন্যত্র নিয়ে যাব।'

তিনি বলেন, 'একটি খালি জাহাজ পাঠানো হয়েছে।'

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, ডুবে যাওয়া জাহাজের আঘাতে একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে পানি ছিল। তেলের ট্যাংকারগুলো এখনো স্বাভাবিক আছে। আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা একটি খালি জাহাজ পাঠাবে। কিছু তেল সরিয়ে নিরাপদে জাহাজটি নিয়ে যাবে।

তবে, মংলা বন্দরে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

4h ago