ই-কমার্স

ই-কমার্স নিয়ন্ত্রক সংস্থা গঠনে সরকারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশের অনলাইন বাণিজ্য নিয়ন্ত্রণে ই-কমার্স নিয়ন্ত্রক সংস্থা গঠনে সরকারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

দেশের অনলাইন বাণিজ্য নিয়ন্ত্রণে ই-কমার্স নিয়ন্ত্রক সংস্থা গঠনে সরকারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম বাধন আজ সোমবার হাইকোর্টে এই রিট করেন।

রিট আবেদনে বলা হয়, জাতীয় ডিজিটাল বাণিজ্য নীতি, ২০১৮ তে একটি ই-কমার্স নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার আদেশ আছে। কিন্তু সরকার এখনো সেই আদেশ মেনে চলছে না।

ই-কমার্স নিয়ন্ত্রক সংস্থা গঠনের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, সেই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুল জারি করতে হাইকোর্টের কাছে আবেদন করেন আনোয়ারুল ইসলাম ।

আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্ট তার আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি করতে পারে।

এর আগে গতকাল রোববার হাইকোর্ট আইনজীবীদের বলেছিলেন, যারা এই আদালতে জনস্বার্থ বিষয়ে মামলা করেন, তাদের উচিত গ্রাহকদের সচেতন করা। যাতে তারা লোভে পড়ে কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের দ্বারা প্রতারিত না হয়।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ সরকারের কাছে গোপন ও ব্যক্তিগত ফোন কথোপকথনের রেকর্ডিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা বিষয়ক একটি শুনানির সময় ওই কথা বলেন।

শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের কাছে ই-কমার্স সংগঠন সম্পর্কে জানতে চেয়েছিলেন।

শিশির মনির আদালতকে জানান, ইভালি ও ই-অরেঞ্জের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের নূন্যতম মূল্যে বা বিনামূল্যে পণ্য সরবরাহের কথা বলে তাদেরকে আকৃষ্ট করেন।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

9h ago