অর্থনীতি পুনরুদ্ধারে আস্থা বেড়েছে ব্যবসায়ীদের: সানেম

দেশব্যাপী বিধিনিষেধ শিথিল হওয়ায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মৌসুমে ব্যবসা পুনরুদ্ধারের বিষয়ে ব্যবসায়ীদের আস্থা আগের চেয়ে বেড়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলের (সানেম) ব্যবসায় আস্থা সংক্রান্ত জরিপে এ তথ্য ওঠে এসেছে।
ছবি: সংগৃহীত

দেশব্যাপী বিধিনিষেধ শিথিল হওয়ায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মৌসুমে ব্যবসা পুনরুদ্ধারের বিষয়ে ব্যবসায়ীদের আস্থা আগের চেয়ে বেড়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলের (সানেম) ব্যবসায় আস্থা সংক্রান্ত জরিপে এ তথ্য ওঠে এসেছে।

০ থেকে ১০০ স্কেলে পরিমাপ করা এ জরিপে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল-জুনে ব্যবসায় আস্থা সূচক (বিসিআই) ৪১ দশমিক ৩৯ শতাংশ থাকলেও, জুলাই-সেপ্টেম্বরে তা ৪৯ দশমিক ৭৪ শতাংশে উন্নীত হয়েছে।

জরিপের ফলাফল জানানোর সময় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, 'সব উপখাতেই উন্নতি দেখা গেছে। ব্যবসায় আস্থার এ উন্নতি বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আশা দেখাচ্ছে।'

চলতি বছরের জুলাইয়ে সারাদেশের ৫০১টি কোম্পানির ওপর এ জরিপ চালানো হয়। সানেমের এ সংক্রান্ত জরিপের এটি ছিল পঞ্চম রাউন্ড। গবেষণা সংস্থাটি ২০২০ সালের জুলাই থেকে অর্থনীতির অবস্থা ও ব্যবসার মনোভাব চিহ্নিত করতে জরিপটি পরিচালনা করছে।

সানেম জানায়, চলতি বছরের এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর তাদের চতুর্থ রাউন্ড জরিপে ব্যবসায় আস্থার অবনতি ঘটতে দেখা গিয়েছিল। এবারের জরিপে এ অবস্থার উন্নতি হলেও, সামগ্রিক ব্যবসায় আস্থা এখনও ২০২০ সালের জুলাই-সেপ্টেম্বরের চেয়ে কম। ওই সময় বিসিআই ছিল ৫১ দশমিক ছয়। ফলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়া যে ধীর, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সেলিম রায়হানের ভাষায় 'পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এখনও অনিশ্চয়তা আছে।'

সানেম জানায়, জরিপে ৬৪ শতাংশ উত্তরদাতা অর্থনীতি পুনরুদ্ধারের অবস্থাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এটি মাঝারি ধরনের বলে মত দিয়েছেন ২৭ শতাংশ উত্তরদাতা। কেবল নয় শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন যে, অর্থনীতি পুনরুদ্ধারের পথে শক্তিশালী অবস্থানে আছে।

গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, বৈদেশিক রেমিট্যান্স, পণ্য ও সেবা রপ্তানি, বেসরকারি খাতে ব্যাংকের ঋণ এবং টিকাদান কর্মসূচি সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারে অবদান রাখছে।

Comments