বাংলাদেশ

বঙ্গবন্ধু সেতু সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট এর খবর পাওয়া যায়নি। তবে গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতুর দুই সংযোগ সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু সড়ক। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতুর দুই সংযোগ সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

আজ শনিবার সকালে সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অতিরিক্ত গাড়ির চাপে রাতে কয়েকবার এবং সকালে এক বার সেতুর টোল আদায় বন্ধ রাখতে হয়েছে। উত্তরমুখী লেন অধিকাংশ সময় সচল থাকলেও মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে ঢাকামুখী লেন।

এলেংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেতুর পূর্ব প্রান্তে গাড়ির চাপ থাকলেও কোথাও থেমে নেই।'

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, উত্তরমুখী লেনে গাড়ি সচল থাকলেও, ঢাকামুখী লেনে মাঝে মাঝেই গাড়ি থেমে গিয়ে দীর্ঘ সারি হয়ে যাচ্ছে। এই সারি কখনো কখনো সেতুর উপরে চলে আসছে।

মহাসড়কে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাছে।

বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরের ১৬টি জেলাসহ দক্ষিণ পশ্চিমের ৬টি জেলার যানবাহন চলাচল করে।

স্বাভাবিক সময়ে দিনে ১৫ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাবার হলেও ঈদের সময় তা বেড়ে ৫০ হাজারের উপরে চলে যায়।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago