বাংলাদেশ

সংঘর্ষে ছাত্ররা যুক্ত ছিল কিনা জানতে ঢাকা কলেজের তদন্ত কমিটি

নিউ মার্কেট এলাকার বিভিন্ন বিপণি বিতানের কর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত হতে একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার তিন সদস্যের এই কমিটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এটিএম মইনুল ইসলাম।
নিউমার্কেট এলাকায় গত ১৯ এপ্রিল ঢাকা কলেজ ছাত্রলীগের নেতৃত্বে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। ছবি: স্টার

নিউ মার্কেট এলাকার বিভিন্ন বিপণি বিতানের কর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত হতে একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার তিন সদস্যের এই কমিটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এটিএম মইনুল ইসলাম।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাস। অপর দুই সদস্য হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন উদ্দিন এবং ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এটিএম মইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে এই কাজ করবে। গত রোববার একাডেমিক কাউন্সিলের সভায় হওয়া সিদ্ধান্তের আলোকে এই কমিটি গঠন করা হয়।

গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটে দুই দোকানের কর্মচারীদের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে ও পরের দিন ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। দিনভর চলা এই সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক, পুলিশসহ বহু মানুষ আহত হন।

সংঘর্ষের সময় নিহত নাহিদ মিয়াকে যারা পিটিয়েছেন ও কুপিয়েছেন তাদের প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যক্ষদর্শী ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো দ্য ডেইলি স্টারকে জানায়, ছাত্রলীগের তিনটি গ্রুপের নেতৃত্বে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরই মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের অন্তত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংঘর্ষের ভিডিও ফুটেজ, ছবি ও প্রাথমিক তদন্ত থেকে পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের চিহ্নিত করলেও এখন কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হয় অধ্যক্ষ এটিএম মইনুল ইসলামকে। জবাবে তিনি বলেন, পুলিশ তাদের মতো করে জড়িতদের চিহ্নিত করছে। আমরা একাডেমিক দিক থেকে দেখব। এত দেরিতে কমিটি গঠনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একাডেমিক নিয়মনীতি মেনে কমিটি করতে সময় লেগেছে।

Comments