ঈদে বাড়ি গেলে স্বর্ণালংকার আত্মীয়ের কাছে রাখার পরামর্শ ডিএমপি’র

ঈদ উদযাপনে ঢাকার বাইরে যাওয়ার আগে দামি জিনিসপত্র ও স্বর্ণালংকার আত্মীয়দের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
DMP-1.jpg
ছবি: সংগৃহীত

ঈদ উদযাপনে ঢাকার বাইরে যাওয়ার আগে দামি জিনিসপত্র ও স্বর্ণালংকার আত্মীয়দের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ সোমবার সকালে ডিএমপি সদর দপ্তরে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'ঈদে রাজধানীবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এ সময় তাদের ফাঁকা বাসায় চুরির আশঙ্কা বেশি থাকে। তাই যারা ঢাকা ত্যাগ করবেন তারা স্বর্ণালংকার আত্মীয়-স্বজনের কাছে রেখে গেলে দুর্ঘটনার আশঙ্কা কমবে।'

তিনি আরও বলেন, '১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ভিড় বাড়তে থাকবে। এ সময়ে মলম পার্টি, অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়।'

বিভিন্ন অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

ট্রাফিক ডিভিশনের উদ্দেশে তিনি বলেন, 'ঈদকে কেন্দ্র করে নগরীতে যানজটের চাপ বেড়ে যায়। এ জন্য প্রয়োজনে ঢাকার পার্শ্ববর্তী জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ মুখগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।'

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য ডিএমপির ১০ বিভাগ ও ৫০ জন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago