অপরাধ ও বিচার

কক্সবাজার থেকে ইকবাল গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে সংঘাত সৃষ্টির ঘটনায় ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘কক্সবাজার থেকে কুমিল্লার ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।’
ইকবাল হোসেন

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে সংঘাত সৃষ্টির ঘটনায় ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, 'কক্সবাজার থেকে কুমিল্লার ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।'

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে গুঞ্জন শোনা যায়, কুমিল্লার ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাত ১১টার দিকে এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কক্সবাজার থেকে ইকবালের মতো একজনকে আটক করেছি। তবে, কুমিল্লার ইকবাল কি না যাচাই-বাছাই করে বিস্তারিত পরে জানাব।'

পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার রাত ১০টার সময় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে।' 

তিনি আরও বলেন, 'কক্সবাজার জেলা পুলিশ যাকে আটক করেছে সে আসলে কুমিল্লার ইকবাল কি না, সেটা নিশ্চিত হওয়ার জন্য তাকে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।' 

পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল— কক্সবাজার থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তি যে কুমিল্লার ইকবাল, দ্য ডেইলি স্টারকে তা নিশ্চিত করেন।

গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিনে ভোরে নানুয়া দীঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন রাখা দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলা, ভাঙচুর চালানো হয় অন্তত ৮টি মন্দিরে। তার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়।

মণ্ডপে কোরআন শরীফ রাখার সিসিটিভি ফুটেজ পাওয়ার কথা নিশ্চিত করেন কুমিল্লা পুলিশ। এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, 'আমরা অকল্পনীয়ভাবে ভিডিওটি পেয়েছি। ভিডিও দেখে যে কোরআন শরীফ রেখেছেন তাকেও শনাক্ত করা গেছে। শনাক্তকারীকে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে।'

পুলিশ আরও জানায়, ভিডিও ফুটেজে দেখা গেছে, মণ্ডপে যে কোরআন রেখেছে তার নাম ইকবাল হোসেন। সে কুমিল্লা নগরীর মুরাদপুর-লস্করপুকুর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে। তার পর থেকে ইকবালকে খুঁজতে শুরু করে পুলিশ।

Comments