শিক্ষা

মধ্য নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

মধ্য নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ছবি: সংগৃহীত

মধ্য নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আজ শনিবার সকালে শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময়মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে।'

এ ছাড়াও তিনি বলেন, 'যদি প্রয়োজন হয় শিক্ষাপ্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। যদি কোথাও হয় তাহলে নিশ্চই আমরা ব্যবস্থা নিব।'

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের যে সংবাদ পাওয়া যাচ্ছে সে বিষয়ে মন্ত্রী বলেন, 'সংক্রমণের কথা শোনা যাচ্ছে। সেগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।'

'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১-২টি জায়গায় সমস্যা হয়েছে, বিশেষ করে মানিকগঞ্জে। আমাদের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী মারা গেছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সে একবার স্কুলে এসেছিল। এর প্রায় ৬-৭ দিন পরে তার করোনা আক্রান্তের খবর পাওয়া যায় এবং সে মৃত্যুবরণ করে। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, সে একদিনই স্কুলে এসেছিল এবং তার কোনো উপসর্গ ছিল না। কিন্তু তারপরও আমরা সবাইকে অবজারভ করছি।'

'এ ছাড়াও ১০ম শ্রেণীর একজনের করোনা শনাক্ত হওয়ার পর তার শ্রেণীর সবার করোনা পরীক্ষা করা হয়েছে। কাওকেই করোনা পজিটিভ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে প্রায়শই লিখে পাঠাচ্ছে যে, এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে এতজন আক্রান্ত। আমরা প্রতিটি জায়গায় অনুসন্ধান করছি। তবে আশার বিষয় হচ্ছে, আমরা এখন পর্যন্ত কোথাও এর সত্যতা পাইনি।'

Comments

The Daily Star  | English

EVMs, the EC, and waste of public money

Why did the EVM experiment fall on its face?

10h ago