নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী দেশে গম রপ্তানি করা হবে: ভারতীয় হাইকমিশন

ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ ভারত থেকে এই খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ছবি: সংগৃহীত

ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ ভারত থেকে এই খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১৪ মে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, প্রতিবেশী দেশগুলো ভারত থেকে গম সংগ্রহ করতে পারবে। 

এছাড়া রপ্তানির জন্য ইতোমধ্যে যেসব ঋণপত্র ছাড় দেওয়া হয়েছে, সেই পরিমাণ গম রপ্তানিতে এই নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না বলে এতে উল্লেখ করা হয়।

সম্প্রতি গণমাধ্যমে ভারতের গম রপ্তানির 'নিষেধাজ্ঞা'র খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পূরণ, মুদ্রাস্ফীতি রোধ এবং ভারতের প্রতিবেশী এবং খাদ্য নিরাপত্তার উদ্বেগ আছে এমন দেশের প্রকৃত চাহিদা মেটাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার ভারতের বাণিজ্য সচিব বি ভি আর সুব্রামানিয়াম বলেছেন যে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোর খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে না।

সুব্রামানিয়াম বলেছেন, তাদের দেশে গম সরবরাহে কোনো সংকট নেই এবং গম ও গমের আটার অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা সাময়িক বলেও জানিয়েছিলেন তিনি।

Comments