করোনাভাইরাস

লকডাউনে দেশের ক্ষতি, সেদিকে যেতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ বেড়ে চলছে। সরকার ঘোষিত ১১ দফা বিধি-নিষেধ না মানলে পরিস্থিতি হবে ভয়াবহ।
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: স্টার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ বেড়ে চলছে। সরকার ঘোষিত ১১ দফা বিধি-নিষেধ না মানলে পরিস্থিতি হবে ভয়াবহ।

তিনি আরও বলেন, 'লকডাউন দিলে দেশের ক্ষতি। আমরা সেদিকে যেতে চাই না।'

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বাণিজ্য মেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পড়ার কোনো বিকল্প নেই। মাস্ক পড়তে হবে, যাতে আমরা সংক্রমিত না হই।'

'সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা দ্রুত সংক্রমিত হচ্ছে। গতকাল একদিনে ৪ হাজার ৪০০ জন সংক্রমিত হয়েছেন। এ হিসাবে সংক্রমণের হার প্রায় ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন ৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে,' যোগ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদের সবাইকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সবাইকে টিকা নিতে হবে। আমাদের টিকার কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে।'

প্রতিটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh beat Sri Lanka to get off to a winning start in T20 WC

After Rishad Hossain and Mustafizur Rahman claimed three wickets each to restrict Sri Lanka to 124 for nine, Hridoy smashed a 20-ball 40 and Liton Das played a sensible 38-ball 36-run knock

5h ago