মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু বেড়ে ৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। করোনায় মারা যাওয়া একজনের বাড়ি ময়মনসিংহে। উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৩ জন, গাজীপুরের ২ জন এবং জামালপুর ও নেত্রকোণার একজন করে মোট ২ জন মারা গেছেন।'

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ৯২ জন। এর মধ্যে ৭ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

Comments

The Daily Star  | English

Lifts at public hospitals: Where Horror Abounds

Shipon Mia (not his real name) fears for his life throughout the hours he works as a liftman at a building of Sir Salimullah Medical College, commonly known as Mitford hospital, in the capital.

9h ago