মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ৭.১২ শতাংশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন করোনায় এবং ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোণার ২ জন করে এবং টাঙ্গাইল ও গাজীপুরের ১ জন করে আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন করোনায় এবং ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোণার ২ জন করে এবং টাঙ্গাইল ও গাজীপুরের ১ জন করে আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃতদের মধ্যে ২ জন নারী এবং ৪ জন পুরুষ। চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে, জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জন এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনালিসা (২৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া, ময়মনসিংহের ভালুকা উপজেলার শাহাদাত হোসাইন (২৮), নেত্রকোণা সদরের রবি চন্দ্র (৬৫) ও আরজ আলি (৮০), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আব্দুল খালেক (৬০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রুবাইয়া (২৯) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ শুক্রবার সকাল পর্যন্ত ৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া, বৃহস্পতিবার সুস্থ হয়ে ২৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৭৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ১২ শতাংশ। শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৮৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এক হাজার ৯৩ জন হোম আইসোলেশনে আছেন।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in December

Project deadline extended by 2 years, but authorities hope to complete grid line work before scheduled commissioning

11h ago