করোনাভাইরাস

মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৬.১৭ শতাংশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ২ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন এবং জামালপুরের ১ জন আছেন। মৃত ৩ জনই নারী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ২ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন এবং জামালপুরের ১ জন আছেন। মৃত ৩ জনই নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১১২ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭৫), হাছান বানু (৭৫), গৌরীপুর উপজেলার আমেনা খাতুন (৬০)। এ ছাড়া, জামালপুর সদরের নূরুন্নাহার (২৬) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ৩৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯০৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৮০ জন।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago