বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্তের হার ৩৫.৪৯ শতাংশ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ।
Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট ৩৫ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজামান শাহীন জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত আমাদের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩২৭ জন ভর্তি ছিলেন।

Comments