বরিশাল বিভাগে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ২৯.১৭ শতাংশ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেনl একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ২০ জন। এদের মধ্যে শুধু করোনায় ১১ জন মারা গেছেন, যা নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের।
প্রতীকী ছবি। সংগৃহীত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেনl একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ২০ জন। এদের মধ্যে শুধু করোনায় ১১ জন মারা গেছেন, যা নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের।

বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯৬ জনে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪১ জন।

বিভাগে মোট এক হাজার ৬৪২টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৪৭৯ জনl শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জন, করোনা ওয়ার্ডে দুই জন এবং অন্যান্য জেলায় করোনায় নয় জনের মৃত্যুসহ গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজামান শাহীন জানান, শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ও উপসর্গ নিয়ে মোট এক হাজার ২১০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

ওই হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৮০ জন চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ২১২ জন করোনা পরীক্ষা করান, এরমধ্যে ৬৩ জনের পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

1h ago