করোনাভাইরাস

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৩৮ শতাংশ, মৃত্যু ১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, জেলায় নতুন করে আরও ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮২৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়।

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, জেলায় নতুন করে আরও ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮২৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়।

এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৩৮ শতাংশ। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১০৩ জনে। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জে করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এরমধ্যে, সদর উপজেলায় মারা গেছেন ৩৪ জন, সুবর্ণচরে পাঁচ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে চার জন এবং কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার এক দশমিক ১৯ শতাংশ।

আজ বুধবার সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার দ্য ডেইলি স্টারকে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭১ জন, বেগমগঞ্জে ৪৯ জন, সুবর্ণচরে সাত জন, হাতিয়ায় চার জন, চাটখিলে ২৭ জন, সোনাইমুড়ীতে ১৯ জন, কোম্পানীগঞ্জে ২৯ জন এবং কবিরহাটে ৩৬ জন।

তিনি আরও জানান, সুস্থ হয়েছেন নয় হাজার ১৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৭৬৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ১০১ জন ও আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী চিকিৎসাধীন নেই।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

7h ago