সাহিত্য

কবি কাজী রোজী মারা গেছেন

কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাত আড়াইটায় মারা গেছেন।
ছবি: সংগৃহীত

কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাত আড়াইটায় মারা গেছেন।

এ তথ্য জানিয়েছেন তার মেয়ে কবি সুমী সিকানদার।

তিনি ফেসবুকে লিখেন, শারীরিক জটিলতা নিয়ে গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মাকে ভর্তি করা হয়। কোভিড পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল। তবে সে সময়  মায়ের মস্তিষ্ক কাজ করছিল না, কিডনিতে ইনফেকশন; মাল্টি অর্গান প্রবলেম ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩০ মিনিটে মারা যান।'

১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় কাজী রোজীর জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে তিনি অবসর নেন।

কাজী রোজী সাতক্ষীরা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় সংসদের গ্রন্থাগার সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজী রোজী শৈশব থেকেই লেখালেখি করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'লড়াই', 'পথঘাট মানুষের নাম' ও 'আমার পিরানের কোনো মাপ নেই'।

তিনি ২০১৮ সালে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার ও ২০২১ সালে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন।

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

10h ago