আলোকচিত্র

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোকচিত্র প্রতিযোগিতা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার টেকনিক্যাল পার্টনার বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার টেকনিক্যাল পার্টনার বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)।

আজ বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ঐতিহাসিক স্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলোর অন্বেষণ এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ৯টি ক্যাটাগরিতে সর্বোচ্চ ২৭টি ছবি জমা দিতে পারবেন।

আলোকচিত্র প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে-সাভারের জাতীয় স্মৃতিসৌধ, মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স জাদুঘর, রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা, বিভিন্ন জেলায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ বিষয়ক অন্য যে কোনো স্মৃতিসৌধ।

প্রতিযোগিতায় অংশ নিতে কোনো ফি প্রয়োজন হবে না। ছবি যাচাই ও বিচার প্রক্রিয়া শেষে আগামী ৩০ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আগামী ডিসেম্বরে প্রতিযোগীদের মধ্যে ৯ জন বিজয়ী ও ৯ জন অনারেবল মেনশনকে মোট ১ লাখ ৮ হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড এবং সার্টিফিকেট, ক্রেস্ট, মুক্তিযুদ্ধ ও ফটোগ্রাফি বিষয়ক বই উপহার দেওয়া হবে।

এছাড়া, প্রতিযোগিতার বিজয়ী আলোকচিত্রগুলো নিয়ে করা হবে একাধিক প্রদর্শনী।

এ বিষয়ে বিস্তারিত জানতে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago