সিলেটে ত্রাণ ফিরিয়ে নেওয়ার রিপোর্ট অসত্য, আমরা ক্ষমাপ্রার্থী

গতকাল শনিবার আমরা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে একটি সংবাদ প্রকাশ করেছি, যেখানে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বন্যা দুর্গত মাহফুজ মিয়ার হাতে ত্রাণ হস্তান্তরের ছবি তোলেন, তবে ফটোসেশন শেষে কর্মসূচির আয়োজকরা তার কাছ থেকে ত্রাণ কেড়ে নেন।
The Daily Star logo

গতকাল শনিবার আমরা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে একটি সংবাদ প্রকাশ করেছি, যেখানে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বন্যা দুর্গত মাহফুজ মিয়ার হাতে ত্রাণ হস্তান্তরের ছবি তোলেন, তবে ফটোসেশন শেষে কর্মসূচির আয়োজকরা তার কাছ থেকে ত্রাণ কেড়ে নেন।

মাহফুজ মিয়ার বক্তব্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে অভিযোগকারীর বক্তব্য পরে অসত্য বলে প্রমাণিত হয়।

অভিযোগকারীর বক্তব্যের সত্যতা যাচাই না করে খবর প্রকাশের জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং আমাদের দায়ী কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Comments