সাম্প্রদায়িক সহিংসতা: ৩১ লেখকের বিবৃতি

দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৩১ জন কবি-সাহিত্যিক। আজ শনিবার দেওয়া বিবৃতিতে তারা এসব ঘটনাকে নজিরবিহীন ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।
বান্দরবানের লামা উপজেলায় কেন্দ্রীয় হরি মন্দিরে গত বৃহস্পতিবার হামলা চালায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৩১ জন কবি-সাহিত্যিক। আজ শনিবার দেওয়া বিবৃতিতে তারা এসব ঘটনাকে নজিরবিহীন ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তারা বলেন, 'কুমিল্লার একটি পূজামণ্ডপে "কোরান রাখার" ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ঘটার পর প্রশাসন আরও সতর্ক হলে হাজীগঞ্জসহ অন্যত্র এর পুনরাবৃত্তি ঘটত না।'

তারা বলেন, 'কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এই ঘটনা সাজিয়ে থাকতে পারে। ঘটনা সাজিয়ে তারা সহিংসতার ক্ষেত্র তৈরি করেছে। কিছু মানুষ ষড়যন্ত্রীদের পাতা ফাঁদে পা দিয়েছে। জনগণ সচেতন হলে ষড়যন্ত্রীরা কোনোভাবেই তাদের ষড়যন্ত্র সফল করতে পারত না।'

'জনগণকে সচেতন করা, তাদের মননকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার দায় রাষ্ট্রের' উল্লেখ করে তারা কুমিল্লার ঘটনার আমরা স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিবৃতিতে।

'সাম্প্রদায়িকতা একটি জাতীয় সমস্যা' উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'এই সমস্যা নিরসনে ধারাবাহিক জাতীয় সংলাপের আয়োজন করা যেতে পারে। দেশের শিক্ষাবিদ, লেখক, কবি, বুদ্ধিজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক, আলেম, পুরোহিতসহ সব ধর্মের নেতাদের নিয়ে, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে, আলোচনা করে এই সাম্প্রদায়িক সহিংসতার মূল চিহ্নিত করা যেতে পারে।'

বিবৃতিদাতা লেখকরা হলেন-ইমতিয়ার শামীম, শাহনাজ মুন্নী, আহমাদ মোস্তফা কামাল, কবির হুমায়ূন, শামীম রেজা, আলফ্রেড খোকন, চঞ্চল আশরাফ, টোকন ঠাকুর, রাজীব নূর, ওবায়েদ আকাশ, হেনরী স্বপন, সাইমন জাকারিয়া, রেজা ঘটক, পিয়াস মজিদ, সরকার আমিন প্রমুখ।

Comments