উদ্ধারের সক্ষমতা নেই, সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার ২ দিন পর আজ সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সেখান থেকে বের হয়ে যেতে বলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার ২ দিন পর আজ সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সেখান থেকে বের হয়ে যেতে বলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক।

পরবর্তীতে তিনি ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে উত্তেজিত কণ্ঠে কথাও বলেন।

গনমাধ্যম কর্মীরা তার এমন আচরণের প্রতিবাদ করলে এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের শান্ত করেন।

বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেন, 'আমি দুর্ঘটনার সময় দেশের বাইরে ছিলাম। দেশে ফিরেই ঘটনাস্থলে এসেছি। আমরা সাধ্যমত উদ্ধার তৎপরতা চালাচ্ছি।'

আজ সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক। ছবি: স্টার

তিনি আরও বলেন, 'দুর্ঘটনাস্থলে থাকলে উদ্ধারকারী জাহাজের রোপ ছিড়ে অনেকে আহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণেই সবাইকে বের হতে বলেছি। এতে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আবার মিটেও গেছে।'

পরে বিআইডব্লিটিএ'র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, 'হেলে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধার করার সক্ষমতা প্রত্যয়ের নেই। তাই নারায়ণগঞ্জ থেকে সেটি আসছে না। তবে, বেসরকারি উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরি উদ্ধার করা হবে। উদ্ধারকারী জাহাজ হামজার পাশাপাশি মাওয়া থেকে আরেকটি উদ্ধারকারী জাহাজ রুস্তম আনা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'যেসব গাড়ি এখনো পানির নিচে আছে সেগুলোকে আগে উদ্ধার করা হবে। আজ সন্ধ্যার মধ্যে রুস্তম পাটুরিয়ায় পৌঁছাবে।'

এদিকে, আজ দুপুর ১২টার দিকে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৬টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, একটি মোটরসাইকেল উদ্ধার হলো। এখনো আরও ৩টি ট্রাকসহ ৩টি মোটরসাইকেল পানির নিচে আছে।

৪টি ট্রাক ৩ দিন ধরে পানিতেই 

এদিকে গত বুধবার উদ্ধার করা ৪টি ট্রাক এখনও পানিতেই পড়ে আছে। ট্রাকগুলো উদ্ধার করে সেগুলোকে নদীর কিনারে নিয়ে রাখা হয়েছে।

গত বুধবার উদ্ধার করা এ ৪টি ট্রাক এখনও পানিতেই পড়ে আছে। ছবি: স্টার

গাড়ির মালিকরা জানান, পানি থেকে না উঠালে ট্রাকগুলোর অনেক ক্ষতি হবে।

জানতে চাইলে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ডিজিএম জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাওয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম এলে প্রথমে পানির নীচের যানবাহনগুলো উদ্ধার করা হবে। পরে, এই ট্রাকগুলোকে পানি থেকে পাড়ে নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English
What constitutes hurting religious sentiments

Column by Mahfuz Anam: What constitutes hurting religious sentiments?

The issue of religious tolerance have become a matter of great concern as we see a global rise in narrow-mindedness, prejudice and hatred.

12h ago