সরকার রূপসী বালিকার মতো শুধু প্রশংসা শুনতে চায়: সংসদে রুমিন ফারহানা

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, 'সরকার রূপসী বালিকার মতো শুধু প্রশংসা শুনতে চায়। তারা ভুলে যায় ৬ লাখ কোটি টাকার বাজেট হয়েছে কাজ করার জন্য। এই কাজের জন্য প্রশংসার দরকার নেই।'
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, 'সরকার রূপসী বালিকার মতো শুধু প্রশংসা শুনতে চায়। তারা ভুলে যায় ৬ লাখ কোটি টাকার বাজেট হয়েছে কাজ করার জন্য। এই কাজের জন্য প্রশংসার দরকার নেই।'

আজ শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

রুমিন বলেন, 'সরকারের ভুল, দুর্নীতি, অনিয়ম তুলে ধরাই বিরোধী দলের কাজ।'

মহাসড়ক বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের একাধিক সদস্য সড়কে নৈরাজ্যকর পরিস্থিতি, অনবরত প্রাণহানিতে মন্ত্রী এবং সরকারের তীব্র সমালোচনা করেন।

এর জবাব দিতে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের কেবল বিরোধীতা না করে সরকারের ভাল কাজের প্রশংসা করার আহ্বান জানান বিরোধী দলের প্রতি।

এ প্রসঙ্গে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, 'আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না, এটা ঠিক নয়। সরকারের প্রশংসা করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে।'

'আর কত বলব, বলেন। আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে তাহলে তো কিছু করার নাই,' বলেন তিনি।

মন্ত্রীকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, 'আপনি যদি চান আমরা শুধু সরকারের প্রশংসা করব, এটা বোধ হয় বিরোধী দলের কাজ নয়।'

এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বলেন, 'প্রশংসার কারণে এই সংসদে কে বিরোধী দল, তা চেনাই যাচ্ছে না।'

Comments