শাহবাগ মোড় অবরোধ করে ঐক্য পরিষদের বিক্ষোভ

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
শাহবাগ মোড়ে ঐক্য পরিষদের বিক্ষোভ। ছবি: স্টার/পলাশ খান

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

পূর্ব ঘোষণা অনুসারে আজ শনিবার সকাল থেকে ঐক্য পরিষদের সদস্যরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান নেন। সেখানে সমাবেশ শেষে সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ মোড়ে ঘণ্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে চলে যান প্রতিবাদকারীরা।

এর আগে সমাবেশে অংশ নিয়ে বক্তারা প্রয়োজনে আইন করে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক অসীম কুমার সরকার বলেন, 'আমরা কুমিল্লাসহ সারাদেশে ধর্মের নামে সব সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই। আমরা অবিলম্বে এই ঘটনার জন্য জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, 'শান্তিতে বসবাসের জন্য হিন্দু-মুসলিমসহ সব জাতি-ধর্মের অবদানের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু কিছু লোক সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে এ দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছে।'

ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ চন্দ্র মণ্ডল।

সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি নীম চন্দ্র ভৌমিক। আরও বক্তব্য দেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago