রাজনীতি
বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবি 

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের কয়েকশ নেতাকর্মী।
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করে দলের কয়েকশ নেতাকর্মী। শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। ছবি: স্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের কয়েকশ নেতাকর্মী।

সোমবার বিকেলে শহরের বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকেই শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপির  নেতাকর্মীরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে বালুর মাঠের গলিতেই বসে বিক্ষোভ করতে থাকেন তারা।

তৈমূর আলম খন্দকার বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাংবাধিনাকি অধিকার আছে চিকিৎসা পাওয়ার। দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত না বিধায় হাজার হাজার মানুষ বিদেশে যাচ্ছে। কিন্তু সরকার খালেদা জিয়াকে সেটা করতে দিচ্ছে না। সরকারের মনে রাখতে হবে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়।'

Comments