রাজনীতি

তথ্যের অভাব নিয়ে ওঠা প্রশ্ন যথার্থ: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশে সময়মতো সঠিক তথ্য পাওয়ার বিষয়ে ও তথ্যের গুণগত মান নিয়ে প্রায়ই যে প্রশ্ন ওঠে, তা ‘যথার্থ’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। স্টার ফাইল ফটো

বাংলাদেশে সময়মতো সঠিক তথ্য পাওয়ার বিষয়ে ও তথ্যের গুণগত মান নিয়ে প্রায়ই যে প্রশ্ন ওঠে, তা 'যথার্থ' বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শনিবার করোনাভাইরাস মহামারির অভিঘাত মোকাবিলায় সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজ নিয়ে এশিয়া ফাউন্ডেশন ও ইকোনোমিক রিপোর্টার ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

সভায় এম এ মান্নান বলেন, '(দেশে) তথ্যের অভাব রয়েছে শুধু নয়, এর কোয়ালিটি নিয়েও প্রায়ই প্রশ্ন উঠে।'

মন্ত্রী আরও বলেন, 'উই ক্যান অ্যাসিউর ইউ এটা (আমরা) সময়মতো আপডেট করবো এবং আমলাতান্ত্রিক বাধা পেরিয়ে এর অ্যাকসেস যাতে আপনারা পান, সেই চেষ্টা করছি।'

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে তথ্যের ক্ষেত্রে এক ধরনের অন্ধত্ব চলছে।

আজকের আলোচনা সভাতেও বিষয়টি উঠে আসে।

দেশের ধনী-গরিবের আয়-ব্যয়, জীবনযাত্রা কেমন, তার কোনো পরিসংখ্যান নেই। ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেইস তৈরির জন্য ২০১৩ সালে একটি চার বছর মেয়াদি প্রকল্প নেওয়া হয়েছিল। এখনো সেই ডেটাবেইস তৈরি করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের অভিমত, এই ডেটাবেইস থাকলে করোনায় ক্ষতিগ্রস্তদের সরকার যে নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে, তা সঠিক লোকের হাতে পৌঁছে দেওয়া যেত।

সভায় পরিকল্পনা কমিশনে সাধারন অর্থনীতি বিভাগের সদস্য কায়সার আহমেদ বলেন, 'আমি নিশ্চয়তা দিচ্ছি, এ বছরের মধ্যেই এই ডেটাবেইস তৈরির কাজ শেষ হবে।'

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago