মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধুর থেকে অনেক শক্তিশালী: প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদর্শের কারণে মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধুর থেকে অনেক শক্তিশালী।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রধান বিচারপতি। ছবি: সংগৃহীত

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদর্শের কারণে মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধুর থেকে অনেক শক্তিশালী।

আজ শনিবার সকালে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বটে, তিনি শাহাদাত বরণ করেছেন কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকবেন মানুষের মধ্যে। বাংলার প্রত্যেকটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধুর থেকে অনেক শক্তিশালী।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রধান বিচারপতি সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।

পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৩০ ডিসেম্বর বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি নিযুক্ত হন। প্রধান বিচারপতি হিসেবে ৩১ ডিসেম্বর শপথ নেন তিনি।

Comments

The Daily Star  | English

Dozens killed, wounded as Israeli forces thrust deeper in Gaza

Israeli troops and tanks pushed on Saturday into parts of a congested northern Gaza Strip district that they had previously skirted in the more than seven-month-old war, killing and wounding dozens of Palestinians, medics and residents said..Israel's forces also took over some ground in Ra

30m ago