বাংলাদেশ

বাড্ডায় অফিসকক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডার একটি অফিসকক্ষ থেকে নুরুন্নবী ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি লামিরাল গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।

রাজধানীর বাড্ডার একটি অফিসকক্ষ থেকে নুরুন্নবী ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি লামিরাল গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।

আজ শুক্রবার বেলা ১টার দিকে বাড্ডা আফতাবনগরে একটি ভবনের ১০ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে ১ নম্বর রোডের নুর টাওয়ারের ১০তলা থেকে নুরুন্নবী ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি নিয়ে কাজ করছেন।

মৃত নুরনবীর ছোট ভাই নুরুল কবির ভূঁইয়া জানান, তার বড় ভাই নুরনবী লামিরাল গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। আজ অফিস  বন্ধ থাকা সত্বেও সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে অফিসে যান। এর পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তখন  তার অফিসে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। শুক্রবার হওয়ায় এসময় অফিসে অন্য কেউ ছিলনা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নুরুল কবির বলেন, 'ব্যবসায়িক কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পরেছিলেন। এই হতাশার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

Comments