বাংলাদেশ কাউকে সংখ্যালঘু বিবেচনা করে না: ভারতের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতিকে বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করে না এবং নাগরিক হিসেবে সব বাংলাদেশির অধিকার সমান।
ছবি: ভারতীয় হাইকমিশনের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতিকে বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করে না এবং নাগরিক হিসেবে সব বাংলাদেশির অধিকার সমান।

আজ বুধবার ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাতে এ বছরের দুর্গাপূজার সময়ের সহিংসতার প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩ দিনের সফরে আজ সকালে ঢাকায় আসেন।

দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করতে যান ভারতের রাষ্ট্রপতি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তারা ভারত-বাংলাদেশের সম্পর্ক বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হতে পারে বলে মত প্রকাশ করেছেন।

'কারণ আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব বড় সমস্যা সমাধান করেছি। আগামী ৫০ বছরও আমরা একে অপরকে সাহায্য করতে এবং উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই,' বলেন তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে করোনা মহামারিতে টিকা সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

মোমেন বলেন, 'আমরা বলেছি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্প্রতি আমরা অনেক উন্নতি করেছি। আমরাও এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি চাই।'

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ধন্যবাদ জানান।

ভারতের রাষ্ট্রপতি ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ সুসম্পর্ক অব্যাহত থাকবে এবং আরও মজবুত হবে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ বছর তার জন্য পাঠানো আমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। রামনাথ কোবিন্দকে উদ্ধৃত করে শাহরিয়ার আলম জানান, ভারতীয় রাষ্ট্রপতি  বলেছেন যে আমগুলো মিষ্টি ও সুস্বাদু ছিল।

ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৈরি মিষ্টি ও কেক নিয়ে এসেছেন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আন্তঃসীমান্ত নদী বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, 'আমরা বলেছি আমাদের কিছু সমস্যা আছে। তবে আলোচনার মাধ্যমে সব সমাধান করব।'

Comments

The Daily Star  | English

A mindless act shatters a family's dreams

Family now grapples to make ends meet after death of sole earner in Gazipur train attack in December last year

47m ago