প্রতিমন্ত্রী মুরাদের ফোনালাপ সত্য বললেন নায়ক ইমন

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির একটা ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে ডা. মুরাদ হাসানকে বলতে শোনা গেছে, চিত্রনায়ক ইমন ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে আসেন।
ডা. মুরাদ হাসান ও চিত্রনায়ক ইমন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির একটা ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে ডা. মুরাদ হাসানকে বলতে শোনা গেছে, চিত্রনায়ক ইমন ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে আসেন।

ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে জানতে চিত্রনায়ক ইমনের সঙ্গে যোগাযোগ করা হলেও আজ সোমবার সন্ধ্যায় তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই অডিওটি সত্য। ২ বছর আগে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। একজন মন্ত্রী যখন কল দেন তখন সেটা এড়িয়ে যাওয়া যায় না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। কোনো অনুভূতি থেকে তিনি কথাগুলো বলছেন সেটা বোঝা যায়।'

ইমন আরও বলেন, '২ বছর আগে সেদিন আমরা বনানীতে ওয়াজেদ আলী সুমনের 'ব্লাড' সিনেমার মিটিং করছিলাম। তখন প্রতিমন্ত্রী হঠাৎ ফোন দেন। অডিওতে কিন্তু আছে, উনি প্রথমেই বলেছেন, 'তুই ফোন ধরস নাই কেন?' আগের দিন ফোন ধরিনি বলে রেগেছিলেন। বাকি আলাপ তো সবাই শুনেছেন। ওনার আলাপ শুনেই কিন্তু আমি বাধ্য হয়ে বলেছি, 'হ্যাঁ, ভাই আসতেছি। দেখছি ভাই'। পরে আমার ফোনে মাহির সঙ্গে কী আলাপ হয়েছে সেটা জানতাম না। তাকে ফোনটা দিয়ে পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। পরে মাহি আমি কেউই সেখানে যায়নি।'

তিনি আরও বলেন, 'তিনি শিল্পীদের ফোন দিতেই পারেন। কিন্তু, এমন আচরণ অগ্রহণযোগ্য। আমিও হতাশ হয়েছি মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর ফোনালাপ শুনে। আমার সঙ্গে মন্ত্রীর ছবিগুলো এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই ছবিগুলো এফডিসিসহ বিভিন্ন স্থানে তোলা। এতকিছু তো জানতাম না তার সম্পর্কে।'

এ বিষয়ে জানতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে সৌদি আরব ওমরাহ পালন করতে গেছেন। এ কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English
High temperature days record in Bangladesh

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

14h ago