নির্বাচন

চট্টগ্রামে আ. লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

চট্টগ্রামে আসন্ন আমিলাইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে আসন্ন আমিলাইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন দে শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়া উপজেলার খোদারহাট এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরোয়ার উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম হানিফের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি বলে জানান তিনি।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে সংঘর্ষের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরোয়ার উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম হানিফের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে গত ২৭ জানুয়ারি সাতকানিয়ায় ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে অপর একটি সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago