বাঘাবাড়িতে আগুন, দোকান-বাড়ি-তেলের লরি ও পিকআপসহ বহু সম্পদ ভস্মীভূত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান, ২টি বাড়ি, ২টি তেলের ট্যাংক লরি, ১টি পিকআপসহ বিপুল পরিমাণ সম্পদ ভস্মীভূত হয়েছে।
সোমবার মধ্যরাতে এই আগুনের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান, ২টি বাড়ি, ২টি তেলের ট্যাংক লরি, ১টি পিকআপসহ বিপুল পরিমাণ সম্পদ ভস্মীভূত হয়েছে।

সোমবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে আজ মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘাবাড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিনহাজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার রাত পৌনে ১২টার দিকে বাঘাবাড়ি তেলের ডিপোর কাছে রাস্তার পাশে রুমা মটরস নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা দোকানের আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।'

বাঘাবাড়ি, শাহজাদপুর, উল্লাপাড়া ও পাবনার বেড়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে বলে জানান তিনি।

শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রেজাউল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাস্তার পাশের প্রায় প্রতিটি দোকানেই পেট্রোল, অকটেন, মবিল, এলপি গ্যাসসহ দাহ্য পদার্থ রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।'

তিনি আরও বলেন, 'ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বাঘাবাড়ি এলাকার ৭টি দোকান, ২টি বসত বাড়ি, ২টি তেলের ট্যাংক লরি, ১টি পিকআপ ও ১টি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি।'

প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago