দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

নোয়াখালীতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১ জন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রেদোয়ান হোসেন ওরফে মিশু তফাদার (২৪) নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি সিলেটের ৮ সিগন্যাল ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, 'নিহত সৈনিকের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার ভগ্নিপতি মো.শরীফকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।'

পুলিশ সূত্রে জানা যায়, মিশু ৫ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। শনিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে ভগ্নিপতি শরীফকে নিয়ে সুর্বণচর উপজেলার যুবায়ের বাজারের এসএলবিতে যান। ফেরার পথে মোটরসাইকেলটি উপজেলার আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বৈদ্যুতিক পিলার বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মিশু মারা যান। পরে আহত ভগ্নিপতিসহ দুজনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিশুকে মৃত ঘোষণা করে।   

সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ওসি জিয়াউল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Cybergangs now selling ‘genuine’ NIDs

Imagine someone ordering and taking delivery of your personal data -- national identity card information, phone call records, and statements from your mobile financial accounts – as conveniently as ordering food online.

13h ago