ত্রিশালে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৭

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলের ঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত। হাসপাতালে নেওয়ার পরে আরও ২ জনের মৃত্যু হয়।

আবু বক্কর সিদ্দিক আরও বলেন, দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার ফজলুল হক আজমল (৩২), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫), ছেলে আব্দুল্লাহ (৬) ও মেয়ে আজমিনা (৮), ফাতেমার বাবা নজরুল ইসলাম (৫০),  মিরাজ মিয়া (৩৫) এবং ত্রিশাল উপজেলার হেলেনা আক্তার(৪০)।

আহতদের মধ্যে ত্রিশাল উপজেলর নিগোরকান্দা গ্রামের ফাহাদ ও বাবুল এবং ফুলপুর উপজেলার রফিকের অবস্থা আশঙ্কাজনক ।

Comments

The Daily Star  | English

Abantika: A victim of institutional neglect

The universities also didn't organise any awareness activities regarding where and how to file complaints.

4h ago