অপরাধ ও বিচার

মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা, আ. লীগের চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়। আজ শনিবার সকালে কয়েকশ লোকের মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে কোদালীয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী খন্দকার জাকির হোসেন ওরফে নিলুকে এ নোটিশ দেওয়া হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়। আজ শনিবার সকালে কয়েকশ লোকের মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে কোদালীয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী খন্দকার জাকির হোসেন ওরফে নিলুকে এ নোটিশ দেওয়া হয়।

সূত্র জানায়, আজ সকালে কয়েকশত সমর্থক নিয়ে খন্দকার জাকির হোসেন উপজেলা পরিষদ চত্বরে যান। তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সমর্থকরা শ্লোগান দিয়ে মিছিল করতে থাকেন।

এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া তাকে কারণ দর্শানো নোটিশ দেন। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়।

নোটিশে বলা হয়, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ করায় ইউপি নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন হয়েছে।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিছিলের যথাযথ কারণ ব্যাখ্যার জন্য বলা হয়। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

খন্দকার জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবারই তিনি ওই নোটিশের জবাব দিয়েছেন।

তিনি বলেন, 'আমি মিছিল করিনি কিংবা মিছিল নিয়ে প্রবেশ করিনি। আমরা ৯ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আজ একসঙ্গে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম। ৯ ইউনিয়ন থেকেই সেখানে লোক এসেছিল। আমাকে দেখে সবাই আমার পক্ষে শ্লোগান দেয়।'

Comments