মানবতাবিরোধী অপরাধে সাবেক সংসদ সদস্য মোমিনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ex-mp_momin_24nov21.jpg
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। প্রসিকিউটর রাজিয়া সুলতানা চমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার জন্য গত ২২ নভেম্বর ট্রাইব্যুনাল আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। গত ৩১ অক্টোবর মোমিনের বিরুদ্ধে শুনানি শেষ হয়। ২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।

তার বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার ৩টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা ও ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English

History of student protests in the USA

American campuses -- home to some of the best and most prestigious universities in the world where numerous world leaders in politics and academia have spent their early years -- have a potent history of student movements that lead to drastic change

3h ago