অপরাধ ও বিচার

চৌমুহনীতে হামলা-ভাঙচুর: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, মণ্ডপ, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরর গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, মণ্ডপ, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরর গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর মহল্লার মো. নিজাম উদ্দিন (৩২), লক্ষীনারায়নপুর গ্রামের মো. রাসেল (৩৬), একই গ্রামের আবদুল মোতালেব বাবলু ওরফে বাবুল (৪৭), হাজীপুর গ্রামের মো. শাহাদাত হোসেন (৩৪), দুর্গাপুর গ্রামের গোলাম কিবরিয়া সুমন (৩২) ও সদর উপজেলার নেওয়াজপুর গ্রামের আনোয়ারুল আজিম (৪০)।

আজ বুধবার র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান,  হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago