অপরাধ ও বিচার

চট্টগ্রামে ‘মশিউর বাহিনীর’ প্রধান মশিউর গ্রেপ্তার

চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী কাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। আজ সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সেলিমপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন থানায় দায়ের করা ২৭টি মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী কাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। আজ সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সেলিমপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন থানায় দায়ের করা ২৭টি মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

কাজী মশিউর রহামান সেলিমপুরের ছিন্নমূল এলাকার 'মশিউর বাহিনীর' প্রধান হিসেবে পরিচিত। তিনি পার্বত্য এলাকায় সন্ত্রাসের রাজত্ব পরিচালনা করেন বলে অভিযোগ আছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোরশেদ চপল বলেন, 'তার কাছ থেকে একটি পিস্তল, একটি শুটার বন্দুক, ২ লাইট গান (এলজি), একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে।'

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, 'এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং অন্যান্য অভিযোগসহ ২৭টি মামলা পেয়েছি। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।'

এদিকে, বন্দর শহরের টোল রোড এলাকায় লোহা বোঝাই ট্রাক ডাকাতির চেষ্টাকারী ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রাহামান।

Comments