অপরাধ ও বিচার

আদালতে পুলিশ হেফাজত থেকে পালালেন রোহিঙ্গা আসামি

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার এক রোহিঙ্গা আসামি চট্টগ্রাম আদালত ভবন থেকে পালিয়েছেন।
CTG Map
স্টার অনলাইন গ্রাফিক্স

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার এক রোহিঙ্গা আসামি চট্টগ্রাম আদালত ভবন থেকে পালিয়েছেন।

আজ রোববার কোতোয়ালি থানার ২ পুলিশ কনস্টেবল আবুল কালাম (২৫) নামের ওই রোহিঙ্গাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭ আসামিকে আদালতের কারাগারে নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান আজ স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে আটক করেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে এসআই বাদী হয়ে আবুল কালামকে আসামি করে মামলা করেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) (প্রসিকিউশন) কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, '২ কনস্টেবল ৭ আসামিকে আদালত ভবনে নিয়ে যান। পরে তাদের কোতোয়ালির জিআরও বিভাগে নেওয়া হয়। বইয়ে এন্ট্রি করার পর তাদের আদালত ভবনের নিচ তলায় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পুলিশকে ফাঁকি দিয়ে ওই রোহিঙ্গা পালিয়ে যেতে সক্ষম হন।'

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, 'এ ঘটনায় ওই রোহিঙ্গার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।'

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago