অপরাধ ও বিচার

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা ও চট্টগ্রামে আজ ২১৭ বাসের জরিমানা

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
স্টার ফাইল ছবি

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিআরটিএর ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আজ সারাদিন অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য অভিযোগে ২১৭টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে।

অভিযানে ১৮৭টি ডিজেল এবং ৩৫টি সিএনজি চালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে এবং ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল অভিযানের সময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Health, education face spending cuts again

The education and health sectors are set to get less Annual Development Plan allocation than prescribed in the eighth five-year plan.

1h ago