ভারত

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত হার ২.৪৬ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫,৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনায় মারা গেছেন ২৮১ জন এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ৮৩৩টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তে হার ২.৪৬ শতাংশ।
ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫,৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনায় মারা গেছেন ২৮১ জন এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ৮৩৩টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তে হার ২.৪৬ শতাংশ।

আজ শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

দেশটির বিভিন্ন রাজ্যের মধ্যে কেরালায় সর্বোচ্চ ২৩,২৬০ জন, মহারাষ্ট্রে ৩,৫৮৬ জন, তামিলনাড়ুতে ১,৬৬৯ জন, মিজোরামে ১,৪৭৬ জন এবং অন্ধ্র প্রদেশে ১,৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। টি মামলা রয়েছে।

নতুন শনাক্তদের ৮৮.০১ শতাংশ এই পাঁচটি রাজ্যের। যার মধ্যে নতুন সংক্রমণের ৬৫.২২ শতাংশ কেরালার।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ২৮১ জন। এরমধ্যে কেরালায় ১৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এর পরেই আছে মহারাষ্ট্র, রাজ্যটিতে ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩,৭৯৮ জন। দেশটির সুস্থতার হার আরও বেড়ে ৯৭.৬৫ শতাংশে দাঁড়িয়েছে।

Comments