ভারতে সংক্রমণ হার কমে ১৫.৫ শতাংশ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬১৪

ভারতে করোনা সংক্রমণ কমে আসার ইঙ্গিত মিলেছে। গত ৫ দিন ধরে ৩ লাখেরও বেশি দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ জন। সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ শতাংশে।
নিরাপদ দূরত্বে থেকে করোনায় মৃত স্বজনের ছবি তুলছেন পরিবারের সদস্যরা। ছবি: রয়টার্স

ভারতে করোনা সংক্রমণ কমে আসার ইঙ্গিত মিলেছে। গত ৫ দিন ধরে ৩ লাখেরও বেশি দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ জন। সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ শতাংশে।

আজ মঙ্গলবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগের ২৪ ঘণ্টার চেয়ে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমে এসেছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। গতকাল দেশটিতে ৩ লাখ ৬ হাজার ৬৪ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৪ লাখ ৯০ হাজার ৪৬২ জন মারা গেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯৮ লাখে পৌঁছেছে।

ভারতে মোট সংক্রমণের তুলনায় বর্তমানে সক্রিয় সংক্রমণের হার ৫ দশমিক ৬২ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে এখন পর্যন্ত অন্তত ১৬২ কোটি ৯২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন দেশটির মোট জনসংখ্যার অন্তত ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১৫ থেকে ১৮ বছর বয়সের অন্তত ৫২ শতাংশ শিশু।

১৫ বছর বয়সের কম শিশুদের আগামীকাল ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে নিষেধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka’s Toxic Air: High levels of cancer-causing elements found

The concentration of cancer-causing arsenic, lead and cadmium in Dhaka air is almost double the permissible limit set by the World Health Organization, a new study has found.

4h ago