ভারত

ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৩৫ হাজার, মৃত্যু ৮৭১

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৫ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৭১ জন। আজ শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৫ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৭১ জন। আজ শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে অনুযায়ী, গত ২৪ ঘণ্টার সংক্রমণ হার ১৩.৩৯ শতাংশ। যা আগের দিন ছিল ১৫.৮৮ শতাংশ এবং মৃত্যু ছিল ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৯৩৯ এবং সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৮৯ শতাংশ।

ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ১৬০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ লাখ ৭২ হাজার ৭৬৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৬ লাখ ৭৪ হাজার ৬২৩টি ছিলো বুস্টার ডোজ এবং ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে ৫ লাখ ৮৪ হাজার ৪৯২ জনের প্রথম ডোজ।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি অতিক্রম করে। পরে গত বছরের ৪ মে দুই কোটির মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন তিন কোটি অতিক্রম করে।

Comments