ভারত
সীমান্তে সংঘর্ষ

আসামের নাগরিকদের মিজোরামে ভ্রমণ না করার পরামর্শ

সীমান্তে গত সোমবারের সংঘর্ষের ঘটনায় ছয় পুলিশ সদস্য নিহত হওয়ার পর আসামের নাগরিকদের মিজোরামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে  রাজ্য সরকার।
আসাম ও মিজোরাম সীমান্তে সংঘর্ষ। ছবি: এনডিটিভি থেকে নেওয়া

সীমান্তে গত সোমবারের সংঘর্ষের ঘটনায় ছয় পুলিশ সদস্য নিহত হওয়ার পর আসামের নাগরিকদের মিজোরামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে  রাজ্য সরকার।

বর্তমানে যারা কাজের জন্য মিজোরামে আছেন, তাদেরকেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আসাম সরকার।

আজ শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আসাম সরকার জানায়, সীমান্তের ওই ঘটনার পরেও মিজোরামের সুশীল সমাজ এবং ছাত্র ও যুব সংগঠনগুলো আসাম ও আসামের জনগণের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বার্তা ছড়াচ্ছে। আসামের পুলিশের কাছে থাকা বিভিন্ন ভিডিও সূত্রে জানা গেছে, মিজোরামের অনেক নাগরিকের কাছে ভারী অস্ত্র আছে।

মিজোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রমাণিত যে আসামই এই সংঘর্ষ শুরু করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সীমান্ত বিষয়ে সফল আলোচনার দুদিন পর কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা নিয়েও প্রশ্ন তুলেছে মিজোরাম।

সোমবার চাছাড় জেলার ইনার লাইন রিজার্ভ ফরেস্ট এলাকায় অপ্রত্যাশিত এই সংঘর্ষে আসামের ছয় পুলিশ সদস্য নিহত এবং ৪৫ জন নাগরিক আহত হন। ওই ঘটনায় উস্কানিমূলকভাবে গুলি করার জন্য একে অপরকে দায়ী করছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সীমান্তের এই সংঘর্ষের ঘটনায় তার সরকার সুপ্রিম কোর্টে যাবে।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

7h ago