এশিয়া

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়া ও জাপান দাবি করছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় উপকূল বরাবর সমুদ্রে একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার টেলিভিশনে পুরনো ফুটেজ ব্যবহার করে উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার সংবাদ পরিবেশন করা হচ্ছে। ছবি: এপি

দক্ষিণ কোরিয়া ও জাপান দাবি করছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় উপকূল বরাবর সমুদ্রে একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আজ মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন সময় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো যখন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘকে বলেছে, আত্মরক্ষার খাতিরে পিয়ংইংয়ের অস্ত্র পরীক্ষার অধিকার কেউ অস্বীকার করতে পারে না।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে উত্তর কোরিয়ার পাহাড়ি এলাকা জাগাং প্রদেশ থেকে এই পরীক্ষা চালানো হয়।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, উত্তর কোরিয়া যে অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র হতে পারে।

এর আগে চলতি মাসেই ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল পিয়ংইয়ং।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago