গঙ্গা পাড়ে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন পদ্মা পাড়ের জয়া-মাশরাফি

পদ্মাপাড়ের বাঙালির সেরার মুকুটে আরো দুটি উজ্জ্বল পালক যুক্ত হল শনিবার। ২২ গজের সেরা তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা একটি আর রুপালি পর্দায় আলোচিত অভিনেত্রী জয়া আহসান আরো একবার সেরার স্বীকৃতি পেলেন।

পদ্মাপাড়ের বাঙালির সেরার মুকুটে আরো দুটি উজ্জ্বল পালক যুক্ত হল শনিবার। ২২ গজের সেরা তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা একটি আর রুপালি পর্দায় আলোচিত অভিনেত্রী জয়া আহসান আরো একবার সেরার স্বীকৃতি পেলেন।

গঙ্গাপাড়ের সাড়ম্বরতায় পদ্মাপাড়ের দুই কৃতির মাথায় তুলে দেওয়া হল ২০১৭ সালের ‘সেরা বাঙালি’ স্বীকৃতি। এদের একজন পেলেন সেরা বাঙালি ক্রিকেটার। অন্যজন স্বাভাবিক ভাবেই পেয়েছেন বাঙালি অভিনেত্রী হিসেবে।

কলকাতার পাঁচতারকা হোটেলে আয়োজিত ভারতের বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় খবরের চ্যানেল এবিপি আনন্দ শনিবার সন্ধ্যায় সেরা বাঙালি পুরস্কার দিয়েছে ওই দুই বঙ্গ সন্তান ছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন প্রথিতযশা ব্যক্তিকে।

চ্যানেলটি ‘২০১৭-এর সেরার সেরা বাঙালি’ স্বীকৃতি-সম্মান দিয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বরিশালে জন্ম হওয়া আরেক সেরা বাঙালি শঙ্খ ঘোষ নিজের হাতে ওই সম্মাননা তুলে দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে।

যাদু শিল্পেও বাংলাদেশের টাঙাইলের পি সি সরকার পরিবারের জুনিয়ার পি সি সরকারকে দেওয়া হয়ে যাদুতে সেরা বাঙালির শিরোপা। ময়মনসিংহের আরেক ‘সেরা বাঙালি’ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত থেকে ওই স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হন পি সি সরকার জুনিয়র।

জয় গোস্বামীর কবিতা কি আর সীমান্ত মেনেছে; কাঁটাতারের বেড়া কিংবা বিএসএফ-বিজিবি, কূটনীতি? ঢাকার মধুর ক্যান্টিন কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙা হলে তারুণ্যের বৈঠকি আড্ডায় জয়ের কবিতা ছাড়া চায়ে চুমুক হয়না বর্তমান প্রজন্মের অনেকেরই। সেই জয় গোস্বামীকে দেওয়া হয়েছে ২০১৭ সালের সেরা বাঙালি কবি’র স্বীকৃতি।

আবারও পদ্মাপারের গন্ধ ভেসে আসে মঞ্চে, পূর্ব-বাংলার মানুষ হিসেবেই পশ্চিমবঙ্গে পরিচিত নাট্যকার বিভাস চক্রবর্তী। নাটকে সেরা বাঙালির জয়মাল্য তার গলাতেই পরিয়ে দেওয়া হয়।

এছাড়া বাণিজ্যে সেরা বাঙালি হিসাবে কে ডি পাল, কলা শিল্পে রামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীতে সেরার এই স্বীকৃতি পেয়েছেন কৌশিক চক্রবর্তী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন এবিপি আনন্দের সুমন দে এবং অভিনেত্রী শ্রাবন্তী। কলকাতা তথা ভারতের বিশিষ্ট বাঙালিদের উপস্থিতিতে বরাবরের মতোই কৌলিন্যে-আভিজাত্যে ছিল বাঙালির সেরা এক আয়োজন।

Comments

The Daily Star  | English

Dhaka’s Toxic Air: High levels of cancer-causing elements found

The concentration of cancer-causing arsenic, lead and cadmium in Dhaka air is almost double the permissible limit set by the World Health Organization, a new study has found.

8h ago