একটি ভয়ঙ্কর 'হন্টনময়' দিন

আজকে যে হন্টনের সম্মুখীন হতে হয়েছে, এতে করে আমাদের অনেকের 'হন্টন ম্যারাথনের' মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে | যারা আজকের সংকটের সম্মুখীন হননি, আপনারা রাজ-কপাল নিয়ে এসেছেন | কিন্তু যারা আমার মতো, তাদের জন্য সমবেদনা আর পেইনকিলার ছাড়া, আমার কাছে কিছু নেই |
হন্টন ম্যারাথন
আজকে যে হন্টনের সম্মুখীন হতে হয়েছে, এতে করে আমাদের অনেকের 'হন্টন ম্যারাথনের' মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে | ছবি: শেখ এনাম

আজকে যে হন্টনের সম্মুখীন হতে হয়েছে, এতে করে আমাদের অনেকের 'হন্টন ম্যারাথনের' মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে | যারা আজকের সংকটের সম্মুখীন হননি, আপনারা রাজ-কপাল নিয়ে এসেছেন | কিন্তু যারা আমার মতো, তাদের জন্য সমবেদনা আর পেইনকিলার ছাড়া, আমার কাছে কিছু নেই | 

আজকের পরিস্থিতি দেখে মনে হলো মোটামুটি জিলাপির প্যাচ লেগে আছে | ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে দুপুর পৌঁনে ১টা | আমি মোবাইল বের করে ট্রাফিক আপডেট দেখলাম, অন্যদের স্ট্যাটাস দেখলাম - বুঝলাম হাঁটা ছাড়া উপায় নাই - আমি ঢাকা দায়রা জজ আদালত থেকে হন্টন আরাম্ভ করলাম | হাঁটতে গিয়ে বুঝলাম - ঢাকায় হাঁটার পরিস্থিতেও নেই | রিক্সা নিয়ে আরেক বিপত্তি - চিপা গলির ভেতর আধ-ঘণ্টা বসে রইলাম, ট্রাফিক পুলিশের দয়া হলো না - সিগন্যাল ছাড়লো না - সে কোনায় দাঁড়িয়ে বিরসমুখে দাঁত খোঁচাতে লাগলো | এদিকে আমার রিক্সাওয়ালা কোনো কারণ ছাড়া ৭০ টাকা ভাড়া আদায় করলো আমার থেকে, আমার আবার হাঁটা শুরু |

গুলিস্তানের কাছাকাছি পর্যন্ত আমি বেশ কষ্টে আসলাম, এমনিতেই হাঁটার জায়গা নেই - তারপরে রাস্তার মানুষের ধাক্কাধাক্কি - সব মিলে যাচ্ছেতাই | গুলিস্তান এসে টের পেলাম ক্ষুধা লেগেছে, আমি গোলাপ শাহের মাজারের উল্টা পাশে দাঁড়িয়ে একটা রোল এবং একটা ডাব খেলাম | কাজের মধ্যে কাজ হলো, আমার কিছুটা বিশ্রাম হলো - এবার যাত্রা আবার শুরু |  ভাবলাম রিক্সা নেব, তারপর আবার সেই পরিকল্পনা বাতিল করতে হলো - রাস্তার পরিস্থিতি শোচনীয় |

আরেকবার ট্রাফিক আপডেট চেক করে দেখি অবস্থা একই - হেঁটেই যেতে হবে | এর মধ্যে মোটামুটি সুদর্শন এক যুবক আমার পাশে হাঁটা শুরু করলেন, এবং তার সাথে আমার টুকটাক কথাও হলো - হাঁটাটা একদম খারাপ ছিলো বলা যাবে না | তিনি জানালেন গুলিস্তান থেকে হাঁটছেন, এবং গন্তব্য ফার্মগেট | রাস্তার থেমে থাকা গাড়ির সারি দেখতে দেখতে আমরা এগুচ্ছি - হেঁটে হেঁটে এখন আমরা হাইকোর্টের সামনে | ভাবলাম এবার রিক্সা নিয়ে কাঁটাবন হয়ে ফার্মগেট যাবো, কিন্তু আজকে হয়তো রাস্তায় সব নির্দয় রিকশাওয়ালারা নেমেছে | কেউ ফার্মগেট যাবে না - অনেক রিকোয়েস্ট করার পরও তারা রাজি হলেন না - কিছুতেই না |

শাহবাগের পরিস্থিতি দেখে আমার কান্না পেয়ে গেল, পায়েও আর জোর নেই - আমার পাশে হেঁটে আসা ভদ্রলোকের অবস্থায় প্রায় একই | আমি শাহবাগে দাঁড়িয়ে কিছুক্ষণ জন্মদিনের কীর্তিকলাপ দেখলাম, এবং আশপাশের কয়েকজনের সাথে আলাপ করলাম | আব্দুল নূর নামের এক ভদ্রলোক বললেন তিনি মুগদা যাবেন, কিন্তু নিরুপায় হয়ে এখন রাস্তার পাশে ফুটপাতে বসে আছেন | পাশে তাকিয়ে দেখলাম তার মা রাস্তায় শুয়ে আছেন, জানলাম তিনি বারডেম হাসপাতালে ডাক্তার দেখতে এসেছিলেন সেই ভোর সকালে, এখন আটকে গেছেন | তৌহিদ নামের একজন পথচারী জানালেন আরেক দুঃখের কথা | আজকের জ্যামের কারণে তিনি চাকরির ইন্টারভিউ মিস করেছেন - চাকরিটা খুব দরকার ছিলো তার | ইয়াসমিন নামের এক গৃহিণীর সাথেও কথা হলো, মেয়ের স্কুল ছুটি হয়েছে ১২টায়, তিনি স্কুলে পৌঁছাতে পারেননি সময় মতো - তাকে রীতিমতো দৌড়াতে দেখলাম রাস্তায়, যেভাবেই হোক মেয়ের কাছে পৌঁছানো আপ্রাণ চেষ্টা করছেন |

কোনোরকম গা বাঁচিয়ে হেঁটে আসছিলাম, এমন সময় আরেক পথচারী তার পানের পিক ছুড়ে দিলেন আমার গায়ে, এই ঘটনার কারণ কি, আমি জানিনা | ঘটনা আমি টের পেয়েছি অনেক পরে, সময় মতো টের পেলে খবর ছিলো ওই লোকের | আমি মোটামুটি সারারাস্তা হেঁটে প্রায় আড়াই ঘণ্টা পর ফার্মগেট পৌঁছেছি | আড়াই ঘণ্টা যদি আমি না হাঁটতাম তাহলে আদৌ সময় মতো আসতে পারতাম কীনা আমার সন্দেহ আছে | 

আমার মনে হয়, এই শহরের সবাইকে সাইকেল চালানোর অভ্যাস করা উচিত, তাতে করে বাড়তি মেদ কমবে, সময় বাঁচবে এবং রাস্তার ট্রাফিক জ্যামের হাত থেকে মুক্তি পাওয়া যাবে কিছুটা | সবার আজকে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হয়েছে, যদি আমরা সাইকেল চালাতাম, সাইকেলের লেন থাকতো এই শহরে, তাহলে একটু হলেও নিস্তার পেতাম |

Comments

The Daily Star  | English
IMF calls for smaller budget

IMF suggests raising power, gas and fertiliser prices

The International Monetary Fund yesterday recommended reducing government subsidies by hiking prices of power, gas and fertiliser, and spending the saved money on society safety net programmes.

15h ago